ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

১১ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে

দেশে চলমান বিধিনিষেধ শিথিল ঘোষণার পর এসেছে ব্যাংক লেনদেন স্বাভাবিক হওয়ার ঘোষণা। বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে চলবে ব্যাংকিং কার্যক্রম। সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, বুধবার (১১ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে লেনদেন-পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।


নির্দেশনায় আরও বলা হয়, অফিসে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সকল ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিতের পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।


গত প্রায় দেড় বছর ধরে করোনার মহামারিতে অন্যান সব খাতের মতো ব্যাংকিং খাতেও প্রভাব পড়েছে। এ সময়ের মধ্যে দেশে বিধিনিষেধের কারণে ধাপে ধাপে পরিবর্তন আনা হয়েছিল ব্যাংকিং লেনদেনের সময়ে। অধিকাংশ সময় সীমিত পরিসরে দিনে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত চলে কার্যক্রম।

ads

Our Facebook Page